যেভাবে স্মার্টফোনে চ্যাটজিপিটি ব্যবহার করবেন
প্রযুক্তিবিশ্বে গত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ‘চ্যাটজিপিটি’। তাৎক্ষণিক বিভিন্ন প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়াসহ মুহূর্তেই গল্প, কবিতা এমনকি সম্পূর্ণ একটি বই লিখে তাক লাগিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট।
তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য গ্রাহকদের পকেটের টাকা খরচ করতে হবে। তবে আপাতত কম্পিউটার বা ল্যাপটপ, অ্যান্ড্রয়েড থেকেও বিনামূল্যেই অ্যাকসেস করতে পারবেন চ্যাটজিপিটি।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে স্মার্টফোনে ব্যবহার করবেন চ্যাটজিপিটি-
স্মার্টফোন থেকে চ্যাটজিপিটি ব্যবহার করতে যেকোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম, ফায়ারফক্স বা অন্য কোন ব্রাউজার আপনার পছন্দমতো একটিতে ব্রাউজ করুন।
ব্রাউজারে ঢুকে সার্চ অপশনে গিয়ে ওপেনএআই লিখে সার্চ দিন। অথবা chat.openai.com-এই লিংকে ক্লিক করলেই সোজা ঢুকে পড়বেন চ্যাটজিপিটির চ্যাটবট অপশনে।
এবার সাইনআপ অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
ফোন নম্বর বা মেইল আইডি দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তৈরি বা সাইনআপ করতে হবে। আগে থেকে সাইনআপ করা থাকলে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন সাইটটিতে।
আপনার অ্যাকাউন্টে ঢুকে স্মার্টফোন থেকে সরাসরি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।