আইসিটি এক্সপার্ট বইয়ে যা যা পাবে
বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিল্প বিপ্লবের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন পৃথিবীতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নজিরবিহীন উন্নতির ফলে গোটা বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। যে জাতি তথ্যপ্রযুক্তিতে যত বেশি দক্ষ, তাদের সার্বিক অবস্থাও তত বেশি উন্নত। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে এবং জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে হলে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। কারণ একবিংশ শতাব্দীর সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুইই আবর্তিত হচ্ছে তথ্যপ্রযুক্তিকে ঘিরে।
উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সিলেবাস অনুযায়ী ৫০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোন দ্বিতীয় পত্র নেই, তাই শিক্ষার্থীদের এই বিষয়ে A+ পাওয়াটা একটু কঠিন। কারন বাকি সকল বিষয়ের ২টা পত্র, একটা পত্রে কম পেলে অন্য পত্র সেটাকে মিলিয়ে দিতে পারে। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে এমনটা হয় না। আবার শিক্ষার্থীরা কেবল থিওরি টপিক গুলো ভাল করে শেষ করে কিন্তু নৈর্বিক্তিক তেমন অনুশীলন করে না। যার কারনে নৈর্বিক্তিকে অনেক কম নম্বর পেয়ে A+ ছুটে যায়। তাই তোমাদের অবশ্যই সৃজনশীল প্রশ্ন অনুশীলনের পাশাপাশি নৈর্বিক্তিকের দিকে জোর দিতে হবে।
যখন তুমি একটা অধ্যায় পড়া শুরু করবা, সেক্ষেত্রে আইসিটি এক্সপার্ট বইয়ের সিরিয়ালি যেতে হবে। এই বইয়ের প্রতিটি টপিক এমন সিরিয়ালি সাজানো হয়েছে, যাতে তোমাকে বেসিক লেভেল থেকে সিরিয়ালি এডভান্স লেভেলে নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত অধ্যায়টা শেষ করে নৈর্বিক্তিক আলোচনা করে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এই বইয়ের সিরিয়ালি একটা অধ্যায় শেষ করলে, ঐ অধ্যায়টা তোমার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই বইতে সকল নৈর্বিক্তিকের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা একজন শিক্ষার্থীকে নৈর্বিক্তিক বুঝার জন্যে অনেক বেশি সাহায্য করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টিকে সবাই থিওরি বিষয় হিসেবে গণনা করে। কিন্তু এটি সম্পূর্ণ ব্যবহারিক ভিত্তিক একটি বিষয় তাই সকল শিক্ষার্থীর উচিত এই বিষয়টি পড়ার পাশাপাশি অবশ্যই কম্পিউটার স্কিল বাড়াতে হবে, না হয় বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেনা।
সর্বপরি এই সংকলনটি আগের সকল সংকলন থেকে অনেক পরিবর্তন নিয়ে এসেছি এবং বইটি নির্ভুল করতে আমি সতর্ক থেকেছি। এরপরেও কিছু ভুল হয়ত অগোচরে থেকে যেতে পারে। যদি কোন ভুল কারো নজরে আসে, আমাকে জানানোর জন্যে অনুরোধ করা হলো। আমি বিনয়ের সাথে তা গ্রহণ করে সংশোধন করবো। সবশেষে তোমাদের মঙ্গলময় জীবন কামনা করি। -ইকবাল আহমেদ