•• ••

বাইনারি বিয়োগ

Posted on Oct 22, 2022 by Ikbal Ahmed
সংখ্যা পদ্ধতি

প্রথম তিনটা বিয়োগ নরমাল। কিন্তু শেষ বিয়োগটা যেহেতু ০ (শূন্য) থেকে ১ বিয়োগ যায় না। তাই ০ এর সাথে বেস যোগ করতে হবে তারপর ১ বিয়োগ করতে হবে। যেহেতু, বেস যোগ করা হয়েছে তাই ক্যারি (যেটা হাতে থাকে) ১ থাকবে।

এখানে, প্রথমে ১ থেকে ৬ বিয়োগ যায় না তাই ১ এর সাথে ১০ যোগ করা হয়েছে যেহেতু এটা ডেসিমেলের যোগ, ১+১০ = ১১ এখন ১১-৬ = ৫ যেহেতু ১০ যোগ করা হয়েছে তাই ১ হাতে থাকবে যা বাম পাশে নিচে যোগ হবে, ৭ – (৫+১) = ১।

বিয়োগটা কীভাবে করা হয়েছে শুরু থেকে বলছি

প্রথমে ১-১০, ক্যারি নাই।

দ্বিতীয় ০-১ বিয়োগ করা যায় না, তাই ০ এর সাথে ২ যোগ করতে হবে ক বাইনারির বেস ২। তাহলে ২-১ - ১ হবে। যেহেতু, ২ যোগ কা তাই হাতে থাকবে ১ অর্থাৎ ক্যারি - ১। এই ক্যারি (১) বাম পাশে ০ এর সাথে যোগ হবে o+১=১ তৃতীয়, ১–১= ০, ক্যারি নাই।

চতুর্থ, ০-১ বিয়োগ করা যায় না, তাই ০ এর সাথে ২ যোগ করতে হবে বাইনারির বেস ২। তাহলে ২-১ = ১ হবে। যেহেতু, ২ যোগ তাই হাতে থাকবে ১ অর্থাৎ ক্যারি = ১, যা বাম পাশের নিচে সাথে যোগ হবে, ১+১=2

পঞ্চম, ১-২ বিয়োগ করা যায় না, তাই ১ এর সাথে ২ যোগ করতে হে বাইনারির বেস ২ সুতরাং, ১+২ = ৩। যেহেতু, ২ যোগ করেছি থাকবে ১ অর্থাৎ ক্যারি = ১, যা বাম পাশের নিচে বসবে। কিন্তু চতু একটা ক্যারি বের হয়েছে তাই নিচে ১+১=২ হবে যা চতুর্থ নাম বলা হয়েছে। উপরে থাকবে ৩ আর নিচে থাকবে ২, সুতরাং, ৩-২

ষষ্ঠ, ১-১ <= 0, ক্যারি নাই।