•• ••

ইন্টারনেটের মালিক কে?

Posted on Oct 09, 2022 by Ikbal Ahmed
প্রযুক্তি

আমাদের ব্যবহৃত ইন্টারনেটের উৎস কোথায় কিংবা এটি কিভাবে উৎপন্ন হয় । ইন্টারনেট উৎপন্ন হয়, এরকম ধারনা আজ থেকে একেবারের জন্য মাথা থেকে ঝেড়ে ফেলুন । কারন ইন্টারনেট কখনোই উৎপন্ন হয় না। "ইন্টারনেট" জিনিসটা বিদ্যুতের মতো নয় । "বিদ্যুৎ" কেও উৎপাদন করে সরবরাহ করছে । সেই বিদ্যুৎ আমরা ব্যবহার করে খরচ করে ফেলছি । কিন্তু, ইন্টারনেটের বিষয়টি ঠিক এরকম নয় "উৎপন্ন হওয়ার" বিষয়টি এখানে একদমই নেই ।

আপনার বাসায় থাকা দুটি কম্পিউটারকে যখন আপনি তারের সাহায্যে যুক্ত করে দেবেন তখন আপনি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজেই তথ্য আদান প্রদান করতে পারবেন আর এটাই নেটওয়ার্ক । এবার আপনার কম্পিউটার টি যখন বিশ্বব্যাপি কোটি কোটি কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যায়, তখন সেটা হয়ে যায় ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক । আর এটাই ইন্টারনেট । সুতরাং যতগুলো ডিভাইস ইনটারনেটে যুক্ত থাকে তাদের সমষ্টিই হলো ইন্টারনেট । এর মানে হলো, ইন্টারনেটের কোন উৎস নেই, এটা কখনো উৎপন্ন হয় না । এর কোন শুরু নেই কিংবা নেই কোন শেষ । যতদিন আছে সংযোগ, ততদিন পর্যন্ত হতে থাকবে তথ্যের আদান প্রদান ।

যদি বলেন ইন্টারনেটের মালিক কে? তাহলে বলব, ইন্টারনেটের যদি কোন মালিক থেকে থাকে তাহলে সেটা আমি আপনি আমরা সবাই । কারন আমরাই প্রত্যেকে মিলে তৈরী করেছি এই নেটওয়ার্ক এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, তাহলে এই ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের টাকা দিতে হয় কেন?

কল্পনা করুন, পৃথিবীতে এখনো ইন্টারনেটের আবিষ্কার হয় নি । আপনাকে লন্ডনে থাকা আপনার এক বন্ধুর কাছে আপনার কম্পিউটার থেকে তার কম্পিউটারে কিছু ফাইল পাঠাতে হবে কিন্তু ইন্টারনেটের ধারনা আপনার ভালোভাবেই জানা আছে । তাই আপনার কম্পিউটার থেকে লন্ডনে থাকা আপনার বন্ধুর কম্পিউটারকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযুক্ত করলেন । এবার আপনারা একে অপরের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবেন এবং এর জন্য আপনাকে আর কখনোই ইন্টারনেট বিল দিতে হবে না । কিন্তু আপনার ইন্টারনেট জুড়ে থাকবেন শুধু আপনি আর আপনার বন্ধু । সেখানে না থাকবে গুগল না থাকবে ইউটিউব ইউটিউব গুগুলের সাথে সংযোগের জন্য আপনাকে আবার তাদের সার্ভারের সাথে আপনার কম্পিউটারকে তার দিয়ে যুক্ত করতে হবে কিন্তু আপনি যতই বিলিয়ন ডলারের মালিক হোন না কেন আপনার একার পক্ষে কখনোই পৃথিবীর ১৮০কোটি ওয়েবসাইটের সাথে আপনার কম্পিউটাকে সংযোগ করা সম্ভব নয় । তাই এই কাজটি করে থাকে পৃথিবীর বিভিন্ন দেশের হাজার হাজার সাবমেরিন ক্যাবল কোম্পানীগুলো । আর ঠিক এই কারনেই আমাদের ইন্টারনেটের জন্য টাকা দিতে হয়।