website কী এবং এর কাঠামো
ইন্টারনেট তথা ওয়েবে তথ্য (লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি) সংবলিত পেজ রাখা যায়। বর্তমানে সারা বিশ্বে ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে। ওয়েবে এরূপ কোন তথ্য রাখার পেজকে ওয়েবপেজ বলে। সরাসরি এইচটিএমএল এর মাধ্যমে বা অন্য কোন টুলস দ্বারা ওয়েবপেজ তৈরি করা যায়। ব্রাউজারের মাধ্যমে ওয়েবপেজকে প্রদর্শন করা যায়। একটি ওয়েবসাইটের যে কোন একটি সিঙ্গেল পেজকে ওয়েবপেজ বলে। ওয়েবপেইজ ডিজাইন করার জন্যে HTML ব্যবহার করা হয়।
HTML এ তৈরি কোন ওয়েব পেজের সাধারণত দুইটি প্রধান অংশ থাকে। যথাঃ
১. Head অংশঃ এই অংশে ঞরঃষব বা শিরোনাম, ধরণ, সার্চ ইঞ্জিনের জন্য কী—ওয়ার্ড ও প্রয়োজনীয় কোড যা ওয়েব পেজে তথ্য প্রদর্শনের জন্য দরকার তা থাকে ।
২. Body অংশঃ এটি ডকুমেন্টের মূল অংশ যাতে তথ্য প্রদর্শন করা হয়।
চিত্রঃ একটি webpage এর কাঠামো
উদাহরণ