দীর্ঘক্ষণ ইয়ারফোন ব্যবহারে শ্রবণশক্তি হারানোর শঙ্কা
Posted on Jun 05, 2023 by IPIT Limited
বিজ্ঞান
দিন দিন উন্নতি হচ্ছে প্রযুক্তির। আর এই প্রযুক্তিগত উন্নতির কারণে বদলে গেছে মোবাইল ফোন আর যন্ত্রপাতির ধরন। এখন ফোনে কথা বলা বা গান শোনার জন্য বহু মানুষই ব্লুটুথ হেডফোন এবং ইয়ারফোন ব্যবহার করেন। তবে ব্লুটুথ হেডফোন বা ইয়ারফোন বেশি ব্যবহারের ফলে সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির শঙ্কা থাকে।
ভারতীয় প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গ্যাজেটস নাউ-এর এক প্রতিবেদনে জানা যায়, দীর্ঘক্ষণ ইয়ারফোন ব্যবহারে শ্রবণশক্তি হারানোর শঙ্কা থাকে।
চিকিৎসকদের মতে, দীর্ঘসময় ধরে ইয়ারফোন বা ইয়ারবাড ব্যবহারে কানের আর্দ্রতা বেড়ে যায়, যার ফলে সংক্রমণের ঘটনা ঘটে। শরীরের অন্যান্য অংশের মতো কানের ভেতরেও বাতাস চলাচলের প্রয়োজন হয়। দীর্ঘসময় তা বন্ধ থাকলে ঘাম জমে গিয়ে সংক্রমণ হতে পারে।