•• ••

যেভাবে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ছবির লেখা অনুবাদ করবেন

Posted on Apr 09, 2023 by IPIT Limited
প্রযুক্তি

দীর্ঘদিন ধরে গুগল ট্রান্সলেটর কার্যকরী একটি টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর সাহায্যে খুব সহজেই যেকোনো ভাষা অনুবাদ করা যায়। এটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে পাওয়া যায়।  গুগল ট্রান্সলেটরের সাহায্যে এখন যেকোনো ছবির লেখাও অনুবাদ করা যায়।

তবে এটি অনেকেই জানে না।

 

গুগল লেন্সের সাহায্যেও ছবি থেকে লেখা অনুবাদ করা যায়। তবে গুগল লেন্সের সাহায্যে সব ছবি থেকে অনুবাদ করা যায় না। গুগল ট্রান্সলেটরের সর্বশেষ ভার্সনের সাহায্যে যেকোনো ছবির লেখা ১৩২টি ভাষা অনুবাদ করা যায়। তবে ছবি যত ভালো হবে, অনুবাদ তত ভালো হবে।

ওয়েব থেকে ছবির লেখা অনুবাদ করার নিয়ম-
► আপনার পিসিতে যে কোনও ওয়েব ব্রাউজার খুলুন।
►  translate.google.com-এ যান।
► ইমেজ ট্যাবটি নির্বাচন করুন।

►  এরপর ছবির টেক্সটের ভাষা এবং কোন ভাষায় অনুবাদ করতে চান সেটি নির্বাচন করুন।
► ব্রাউজ ইউর কম্পিউটারে ক্লিক করুন এবং যে ছবিটি অনুবাদ করতে চান তা আপলোড করুন।

অ্যান্ড্রয়েড বা আইওএসে থেকে ছবির লেখা অনুবাদ করার নিয়ম-
► অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
► নীচে-ডানদিকে উপলব্ধ ক্যামেরা বাটনে ক্লিক করুন।
► এরপর ছবির লেখার ভাষা এবং কোন ভাষায় অনুবাদ করতে চান সেটি নির্বাচন করুন।
► পছন্দসই ছবিতে ক্লিক করুন এবং তার লেখাটি পরিষ্কার কী না তা নিশ্চিত করুন।  

অনুবাদ করা লেখাটি আপনি কপি করতে পারবেন। সেই সঙ্গে লেখাটির অডিও ভার্সনও শুনতে পারবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।