চ্যাটজিপিটিকে যেভাবে ব্যবহার করবেন
কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দাপট দেখাচ্ছে। বর্তমানে ওপেন এআই এর দুনিয়ায় সবচেয়ে আধুনিকতম সংযোজন হচ্ছে চ্যাটজিপিটি। মুলত চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যন্ত্রের শেখা)। ওপেন এআই নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে।
এদিকে চ্যাটজিপিটির ব্যাপক সাড়ার ফলে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছে গুগল। চ্যাটজিপিটির আগমনের ফলে সোশ্যাল মিডিয়ায় টেক উৎসাহীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। কিন্তু কী এই চ্যাট জিপিটি? এই প্রযুক্তি নিয়ে সবাই এত উদ্দীপিত কেন? চলুন কিছু তথ্য জেনে নেওয়া যাক।
চ্যাটজিপিটি কী?
চ্যাটজিপিটি হলো একটি চ্যাট বট। যা আমরা মাঝে মধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে দেখে থাকি। তবে এটির গঠন এবং কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। এই চ্যাটবট তৈরি করা হয়েছে জেনারেটিভ প্রিট্রেইনড ট্রান্সফরমার ৩ এর উপর ভিত্তি করে। এটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ এআই মডেল। যা ওপেন এআই দ্বারা তৈরি হয়েছে। এই চ্যাটবট মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। ব্যবহারকারী যে কোনও প্রশ্নের উত্তর খুব গঠনমূলক এবং সহজ ভাবে প্রদর্শন করে এই চ্যাটবট।
চ্যাটজিপিটি’ উন্মুক্ত হওয়ার পর বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকায় এরই মধ্যে মাসে ১০ কোটির বেশি ব্যবহারকারী নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করছেন। যেটি ব্যবহারকারীর সংখ্যার দিক হিসাব করলে সবচেয়ে দ্রুত বেড়ে চলছে। কিন্তু, যখনই এই প্রযুক্তির বিষয়ে মানুষের সাথে কথা বলা হয়, তাদের কেউই চ্যাটজিপিটি সম্পর্কে তেমন আশাবাদী নন। এর ভুল এবং কৃত্রিমতার কথা উল্লেখ করে তারা একে কালের পরিক্রমায় হারিয়ে যাবে বলে মনে করেন। যার মধ্যে রয়েছে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পেশায় কর্মরত মানুষ। কিন্তু বিষয়টি আসলে তেমন না।
কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করবেন
চ্যাটজিপিটি আপনার হয়ে নানা কাজ করতে পারে, যার মধ্যে রয়েছে আপনার নোট সাজানো, ব্যাকরণ সংশোধন করা, বিভিন্ন গাণিতিক বিষয় নিয়ে কাজ করা। কিন্তু অনেক ব্যবহারকারি বলেছেন ; চ্যাটজিপিটি সেভাবে নতুন কিছু তথ্য দিতে পারছে না। আসলে বিষয়টা সেরকম না। চ্যাটজিপিটি আর বাকি দশটা সার্চ ইঞ্জিনের মত না। সেজন্য প্রথমে আপনাকে জানতে হবে একে কীভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কি প্রশ্ন করবেন। উত্তর পাওয়ার পর আরও বেশি তার সাথে চ্যাট করে গভীরের তথ্যই জানতে পারবেন। চ্যাটজিপিটি ভালোভাবে ব্যবহার করার আগে আপনার মাথায় রাখতে হবে, এটি মানুষ নয়, এটি একটি এআই বট।
যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলেন এবং তারা আপনাকে বুঝতে না পারে, তখন আপনি প্রশ্নকে আরও সহজভাবে উপস্থাপন করেন। চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করার সময় এই জিনিসটিই সবাই ভুল করে বসে। আপনি চ্যাটজিপিটির কাছ থেকে আরও ভালো ফলাফল পাবেন, যদি আপনি প্রশ্নটি আরও জটিল ও বিস্তারিতভাবে করেন।
উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এই বটটিকে জিজ্ঞাসা করেন, 'ফুটবল কি?', তবে আপনি মধ্যম মানের একটি জবাব পাবেন, যেটিক আপনি সহজেই গুগল অথবা উইকিপিডিয়ায় পেয়ে যাবেন। এর বদলে, আপনি প্রশ্নটিকে আরও নির্দিষ্ট করুন, "কেন ফুটবল জনপ্রিয়?" কেন ফুটবল নিয়ে এত উন্মাদনা? কেন ফুটবল বিশ্বকাপের জন্ম? চ্যাটজিপিটি এই প্রশ্নের উত্তর আরও ভালোভাবে দিতে পারবে। এবং একইসাথে এটি এমন এক ধরনের প্রশ্ন যেটির উত্তর গুগল বা উইকিপিডিয়ায় সহজে পাওয়া যাবে না।
চ্যাটজিপিটি আরও ভালো করবে, যদি আপনি এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরও প্রশ্ন একের পর এক করতে থাকেন। যেমন, জিজ্ঞাসা করুন, ফুটবল বিশ্বকাপ নিয়ে সে যা যা উল্লেখ করেছে, সেগুলোর সময়কার ঘটনা ; সেগুলো কেন ঘটেছে, ইত্যাদি এভাবে একের পর এক করতেই থাকুন। তবে এক বিষয়ে শেষ না করে অন্য বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সে তখন পুর্বের তথ্য বাদ দিয়ে আপনার নতুন প্রশ্নের উত্তর দেয়া শুরু করবে। সেজন্য একটা বিষয়ে যতটা সম্ভব প্রশ্ন করে অন্য বিষয়ে গেলেই সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন চ্যাটজিপিটি থেকে।
আরেকটা বিষয় চ্যাটজিপিটি 'তুলনা'র ক্ষেত্রে চমৎকার কাজ করে। এর সারকথা হলো, চ্যাটজিপিটিকে কোন পথে নিয়ে যেতে চান, সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে তাকে জানাতে হবে। একটি সুচিন্তিত বিস্তারিত প্রশ্ন একে আরও ভালোভাবে তথ্য খুঁজে বের করতে সাহায্য করবে। তাছাড়া প্রশ্নটি করার ধরন, ভঙ্গি এবং বুদ্ধিমাত্রিক স্তরও ঠিক করে দিতে হবে। এর কাছে ডিনার পার্টিতে খোশগল্প করার মতো প্রশ্ন ছুঁড়ে দিলে হবে না। চ্যাটজিপিটিকে ব্যবহার করা অনেকটা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার মতো।
চ্যাটজিপিটির সক্ষমতাকে আরেকটু ঝালিয়ে নেওয়ার উপায় হলো একে তৃতীয় কিছুর নাম উল্লেখ করে প্রশ্ন করা। যদি জিজ্ঞাসা করা হয়, 'তেলের দাম বৃদ্ধিতে কি কি ক্ষতি হয়’? তাহলে এমন উত্তর পাওয়া যাবে, যেটি ভুল নয়, আবার তেমন অসাধারণ কিছুও নয়। এর বদলে এভাবে প্রশ্ন করা যায়, 'তেলের দাম বৃদ্ধির কারণ ও তার আর্থীক ক্ষতি কী কী ? এরপর লিখেন বর্তমান আর বিগত দশকের আলোকে উত্তর দিন। '
এভাবে উল্লেখ করার মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট বুদ্ধিবৃত্তিক স্তরের উত্তর চাইলেন। যদি আপনার কাছে তেরের দাম বৃদ্ধি নিয়ে সঠিক প্রশ্ন বলে মনে না হয়, তবে তার বদলে অন্য কোনো অর্থনীতি বা রাজনীতি বা বিজ্ঞানের বিষয় ঠিক করে প্রশ্ন করুন। তবে সবচেয়ে ভালো হলো, দুটি বিষয় নিয়ে তুলনা করে উত্তর পাওয়া সম্ভব সেভাবে প্রশ্নটা করুন। দেখবেন সে কতটা গঠনমুলক তথ্য দিচ্ছে আপনাকে। মুলত আপনার প্রশ্ন করার মেধার উপর নির্ভর করে সে উত্তর দিবে।
যেভাবে কাজ করে চ্যাটজিপিটি
ওপেনএআই চ্যাটবট ইন্টারনেটে উপলব্ধ টেক্সট ডাটাবেস থেকে তথ্য গ্রহণ করে কাজ করে। ইন্টারনেটে থাকা ওয়েব পেজ, ওয়েব টেক্সট, বই, উইকিপিডিয়া, আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে প্রায় ৫৭০ জিবির বেশি ডাটা সমৃদ্ধ এই চ্যাট জিপিটি। শুধু তাই নয় এই চ্যাট বটে রয়েছে ৩০০ বিলিয়ন শব্দের ভাণ্ডার। পাশাপাশি এটি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতেও সক্ষম। চ্যাটজিপিটি উত্তর দেওয়ার সময় কোনো যুক্তি প্রয়োগ করে না, ইন্টারনেটের সাহায্যও নেয় না (যদিও তারা এর আগে ইন্টারনেটের তথ্য পড়ে নিয়েছে)। এর বদলে, চ্যাটজিপিটি কোনো শব্দের পর কোন শব্দ আসলে একটি সন্তুষ্ট করার মতো উত্তর দেওয়া যায়, সেই শব্দ খুঁজতে থাকে।
একটি সহজ উদাহরণ দেওয়া যাক: যদি বলা হয়, 'দ্য স্টার স্প্র্যাঙ্গেলড [ফাঁকা জায়গা]', তাহলে সহজেই অনুমান করে নেওয়া যায়, ফাঁকা জায়গায় 'ব্যানার' শব্দটি বসবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতকে 'দ্য স্টার স্প্র্যাঙ্গেলড ব্যানার' বলা হয়। এবং সর্বদাই এই ধারা মেনেই শব্দগুলো পরপর লেখা হয়। এই চ্যালেঞ্জটি বেশ সহজই।
তবে বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নগুলো এত সহজ হয় না। এ কারণেই চ্যাটজিপিটির সঠিক দিক দেখিয়ে দেওয়া প্রয়োজন। কুকুরের প্রশিক্ষক হিসেবে নিজেকে চিন্তা করে একে জানান আপনি ঠিক কোন জিনিসটি চাইছেন।
আপনাকে সন্তুষ্ট করার জন্য বেশি চেষ্টা করতে গেলেই চ্যাটজিপিটি ভুল করবে। এটি মাঝেমধ্যে এমন কিছু তথ্য প্রদান করে, যার কোনো অস্তিত্বই নেই। সম্ভবত চ্যাটজিপিটিকে শিখিয়ে দেওয়া হয়েছে সবকিছুর উত্তর 'হ্যাঁ-বাচক' দিতে। আর এ কারণেই শব্দ নির্ধারণের কাজ ঠিকভাবে কাজ করার জন্য এটি কাল্পনিক তথ্য তৈরি করে। ফলে আইডিয়া তৈরি করা কিংবা আপনার কাজে সাহায্য করার জন্য চ্যাটজিপিটি কার্যকর হলেও ফ্যাক্ট-চেকার হিসেবে এটি তেমন কার্যকর নয়। শুধু এটা নয়, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা বা বিষয় সম্পর্কে এটি উত্তর দিতে সক্ষম নয়। কারণ এটির সিস্টেমে যে ডাটাবেস রয়েছে তা তুলনামূলক পুরোনো। তাছাড়া এটির সিস্টেমে যে ডাটাবেস রয়েছে সেই অনুযায়ী এটি উত্তর প্রদর্শন করে।