•• ••

লজিক গেইট কি...

Posted on Oct 16, 2023 by IPIT Limited
লজিক গেইট
লজিক গেইট কি...

লজিক গেইট কি?

লজিক গেইট এক ধরনের ইলেক্ট্রিক সার্কিট। বুলিয়ান অ্যালজেবরার গাণিতিক অপারেশনগুলোকে লজিক গেইটের মাধ্যমে উপস্থাপন করা হয়। বুলিয়ান অ্যালজেবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যে গাণিতিক ইলেক্ট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেইট বলা হয়। লজিক গেইটের মধ্য দিয়ে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়। প্ৰথম প্রজন্মের কম্পিউটারে এ গেইটগুলো রিলে (Relay) যন্ত্রের সাহায্যে তৈরি করা হতো। আধুনিক আইসি (IC=Integrated Circuit) প্রযুক্তিতে সব রকম ডিজিটাল গেইট আইসি হিসেবে তৈরি করা হয়।

চিত্রঃ লজিক গেইট দিয়ে তৈরি আইসি

লজিক গেইটের প্রকারভেদঃ বুলিয়ান অ্যালজেবরায় গাণিতিক অপারেশনগুলো সম্পাদন করা হয় মূলত তিনটি গাণিতিক অপারেশনের দ্বারা। এগুলো হল যোগ, গুণ ও পূরক। এছাড়া অন্য সব গাণিতিক অপারেশন সম্পাদন করা হয় উল্লিখিত তিনটি গাণিতিক অপারেশনের সমন্বয়ে। লজিক গেইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

  1. মৌলিক গেইট ও
  2. যৌগিক গেইট

মৌলিক গেইটঃ এ গেইটগুলো এককভাবে গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে। মৌলিক গেইট তিনটিঃ

  1. এন্ড গেইট (AND Gate) : যৌক্তিক গুনের জন্য
  2. অর গেইট (OR Gate) : যৌক্তিক যোগের জন্য
  3. নট গেইট (NOT Gate) : যৌক্তিক পূরকের জন্য

যৌগিক গেইটঃ এ গেইটগুলো এক বা একাধিক মৌলিক গেইটের সমন্বয়ে তৈরি হয়। যৌগিক গেইট চারটিঃ

  • ন্যান্ড গেইট (NAND Gate) : AND গেইট ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
  • নর গেইট (NOR Gate) : OR গেইট ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
  • এক্স-অর গেইট (X-OR Gate) : AND গেইট, OR গেইট ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।
  • এক্স-নর গেইট (X-NOR Gate) : X-OR গেইটেরে সাথে NOT গেইট মিলিয়ে তৈরি হয়।

লজিক গেইট