•• ••

বাইনারি যোগ

Posted on Oct 16, 2022 by Ikbal Ahmed
সংখ্যা পদ্ধতি
বাইনারি যোগ

ব্যাখ্যাঃ এইখানে প্রথম তিনটি যোগ সাধারণ নিয়মের মত। শেষ যোগের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যা হচ্ছে ১ এর সাথে ১ যোগ করলে ২, যেহেতু বাইনারি যোগ তাই ২ এর বাইনারি মান ১০ বসানো হয়েছে। কারন, বাইনারি সংখ্যায় ০ ও ১ ব্যতীত অন্য কোন সংখ্যা ব্যবহার করা যায় না ।

ব্যাখ্যাঃ প্রথম যোগে যোগফল আসে ৩, যেহেতু ৩ এর বাইনারি মান ১১ তাই যোগফল ১১ হয়েছে আর দ্বিতীয় যোগফলে ৪ এর বাইনারি মান বসানো হয়েছে।

ব্যাখ্যাঃ ডান পাশের রাফের দিকে খেয়াল করুন – শুরুতে ১+১=১০ হয়, তাই যোগফল ০ (শূন্য) বসানো হয়েছে আর হাতে থাকবে ১ যেখানে হাতের ১ পরবর্তী বিটের সাথে যোগ হয়েছে। ছোটকালে যখন যোগ করতাম ৮+৭=১৫, যোগফল ৫ বসিয়ে হাতের ১ বাম পাশের সংখ্যার সাথে যোগ করতাম। এখানেও একই ভাবে করা হয়েছে।

ব্যাখ্যাঃ ডান পাশের রাফ টা খেয়াল করেন- প্রথমে ৬ টা ১ যোগ করলে হয় ৬ যার বাইনারি মান ১১০, তাই যোগফল ০ (শূন্য) বসাইছি, আর হাতে থাকে ১১ যার মান হচ্ছে ৩ যা বাম পাশের সংখ্যার সাথে যোগ করা হয়েছে। এইভাবে সম্পূর্ণ যোগটি শেষ করা হয়েছে ।