•• ••

ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতির রূপান্তর

Posted on Oct 23, 2022 by Ikbal Ahmed
সংখ্যা পদ্ধতি
ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যা পদ্ধতির রূপান্তর

যে সকল ক্যালকুলেটরে (BIN), (OCT), (DEC), (HEX) এই বাটনগুলো আছে, কেবল ঐ ক্যালকুলেটরে সংখ্যা পদ্ধতি রূপান্তর ও যোগ-বিয়োগ করা যাবে । যেমন : fx - 100MS, Ex-900E, Ex-991MS.

সংখ্যা পদ্ধতির রুপান্তরঃ

1) (99) 10 = (?)2

প্রথমে,ক্যালকুলেটরের মোড ঠিক করতে হবে । ক্যালকুলেটরের MODE বাটনে চাপ দিলে Base আসবে ।

MS সিরিজে Base 3 নাম্বারে আর FS সিরিজে Base 4 নাম্বারে। Base এ চাপ দেওয়ার পরে ক্যালকুলেটরের ডান পাশেd/DECd/DEC = Decimal

সুতরাং, ক্যালকুলেটর এখন Decimal MODE এ আছে। 99 লিখে সমান চিহ্ন (=) চাপ দিলে 99 উত্তরে চলে আসবে।

তারপর, যে সংখ্যা পদ্ধতিতে যেতে হবে, ঐটা চাপ দিলে হবে। তাই, আমি এখন BIN বাটনে চাপ দিলাম এবং সংখ্যাটি বাইনারিতে চলে গেল। এভাবে যেকোন সংখ্যাকে অন্য যে কোন সংখ্যায় রূপান্তর করা যাবে। তবে এক্ষেত্রে অনেকে Syntax Error সমস্যায় পড়বে । তাই একটা কথা আবার বলে দিচ্ছি, সেটা হল প্রশ্নটা টাইপ করার পর সমান চিহ্ন (=) দিয়ে প্রশ্নটা আগে উত্তরে নিয়ে আসতে হবে। এটা না করলে Syntax Error আসবে ।

সীমাবদ্ধতা : : ক্যালকুলেটরের একটা সীমাবদ্ধতা হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে ক্যালকুলেটর ব্যবহার করে রূপান্তর করা যাবে না।

সুবিধা : MCQ তে দশমিকের ( . ) অপশন দেখে উত্তর বের করতে পারবা । আবার CQ তে একটা রূপান্তর করার পর ক্যালকুলেটর ব্যবহার করে উত্তর চেক করতে পারবা ।

যেহেতু, সংখ্যাগুলো ভগ্নাংশের তাই ক্যালকুলেটর ব্যবহার করে এই যোগ করা যাবে না। তবে, একটা চালাকি করে এই যোগটা করবো আমরা। যেহেতু, সংখ্যা দুইটি বাইনারিতে আছে তাই ক্যালকুলেটরে MODE বাইনারিতে নিয়ে যেতে হবে। সেটার জন্যে BIN বাটনে চাপ দিলে ক্যালকুলেটরের (MODE) বাইনারিতে চলে যাবে এবং ডান পাশের নিচে bBIN লেখা উঠবে । তারপর সংখ্যা দুটি দশমিক বিন্দু (.) ছাড়া যোগ করো ।

যোগফলটা তোমার খাতার উত্তরে বসিয়ে দশমিক বিন্দু (.) বরাবর উত্তরে ও একটা বিন্দু দিয়ে দাও। খেলা শেষ ও দেখি, তোমরা এটা চেষ্টা করো – (10)2+ (10)8 +(10)10+(10) 16 = (?)8