ডেটা ট্রান্সমিশন মেথড
কুইজের প্রশ্ন
Q.
কোন পদ্ধতিতে ডেটা কারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
সিনক্রোনাস
অ্যাসিঙ্ক্রোনাস
ব্রডকাস্ট
ইউনিকাস্ট
Q.
কী-বোর্ড থেকে সিপিউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো-
i. ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়
ii. যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে
iii. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
Q.
5 কিলোবাইট ডেটা আদান -প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত
72.73%
77.23%
90.25%
95.24%
Q.
ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-
আসিনক্রোনাস
আইসোক্রোনাস
ব্রডকাস্ট
ইউনিকাস্ট
Q.
আসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো -
প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
ডাটা ট্রান্সমিশনের গতি বেশি
ব্লক আকারে ডাটা প্রেরিত হয়
স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী হয়
Q.
বিট সিনক্রোনাইজেশন হচ্ছে -
i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি
ii. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
iii. ব্যান্ডউইডথের পরিমাণ বুঝতে পারা
নিচের কোনটি সঠিক
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
Q.
প্রেরক থেকে ডেটা গ্রাহকে ব্লক আকারে ট্রান্সমিট হয় ?
এসিনক্রোনাস
আইসোক্রোনাস
সিনক্রোনাস
বিসিনক্রোনাস
Q.
কোন পদ্ধতিতে ডাটা ব্লক আকারে স্থানান্তরিত হয়
সিনক্রোনাস
অ্যাসিনক্রোনাস
ভয়েস ব্যান্ড
ব্রডব্যান্ড
Q.
প্রেরক তাৎক্ষনিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে কোন প্রক্রিয়ায় ?
সিনক্রোনাস
অ্যাসিনক্রোনাস
আইসোক্রোনাস
নন সিনক্রোনাস
Q.
নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটার ক্যারেক্টার ব্যই ক্যারেক্টার ট্রান্সমিট হয় ?
সিনক্রোনাস ট্রান্সমিশন
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
আইসোক্রোনাস ট্রান্সমিশন
ট্রান্সমিশন
Q.
ডেটা স্থানান্তরে বিটের বিন্যাস ব্যবস্থা হলো-
মোড
মেথড
স্পীড
টপোলজি
উদ্দীপকঃ
নিচের উদ্দীপকটি পড় এবং ২ টি প্রশ্নের উত্তর দাও:
ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে প্যাঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওর্য়াক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি ক্যাবল ব্যবহারের সিদ্ধান্ত নেন।
Q.
উদ্দীপকে কোন ধরনের নেটওর্য়াক স্থাপিত হয়েছে?
PAN
LAN
CAN
MAN
Q.
শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্কে-
- শক্তির অপচয় কম হবে
- ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত হবে
- ইনস্টলেশন ব্যয় কম হবে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i,ii ও iii
Q.
কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমরির প্রয়োজন হয়?
প্যারালাল
সিনক্রোনাস
এসিনক্রোনাস
আইসো-ক্রোনাস
Q.
একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে কী বলে?
হাফ ডুপ্লেক্স, মাল্টিকাস্ট
ফুল ডুপ্লেক্স, ইউনিকাস্ট
সিমপ্লেক্স, ব্রডকাস্ট
ফুল ডুপ্লেক্স, ব্রডকাস্ট
