ন্যানোটেকনোলজি
কুইজের প্রশ্ন
Q.
খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কী?
রোবটিক্স
বায়োমেটিক্স
বায়োইনপরমেটিক্স
ন্যানোটেকনোলজি
Q.
টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয় এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি ?
বায়োমেট্রিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
বায়োইনফরমেটিক্স
ন্যানোটেকনোলজি
Q.
দশ ন্যানো মিটার সমান কত মিটার ?
১০-১১
১০-৭
১০-৮
১০-৯
Q.
খাধ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কি ?
রোবটিক্স
বায়োমেট্রিক্স
বায়োইনফরমেট্রিক্স
ন্যানোটেকনোলজি
Q.
এক ন্যানোমিটার সমান কত মিটার ?
১০-৬
১০-৭
১০-৮
১০-৯
Q.
ন্যানো প্রযুক্তির জনক বলা হয় -
ফাইনম্যান রোজ
রির্চাড ফাইনম্যান
টিম বার্নাসলি
র্মাক জুকারবার্গ
Q.
ধাতব পদার্থের আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা কোনটি
বায়োটেকনোলজি
ন্যানোটেকনোলজি
বায়ো ইনফর্মেট্রিক্স
রোবোটিক্স
Q.
ন্যানো শব্দটি কোনো শব্দ থেকে এসেছে ?
nanoes
nanometer
nanos
nanology
Q.
ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয় ?
i. চিকিৎকাসা
ii. শক্তি উৎপাদনে
iii. কম্পিউটার প্রসেসর তৈরিতে
i. চিকিৎকাসা
ii. শক্তি উৎপাদনে
iii. কম্পিউটার প্রসেসর তৈরিতে
i & ii
i & iii
ii & iii
i, ii & iii
Q.
স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
বায়োমেট্রিক্স
আর্টিফিসিয়াল ইনটেলিন্স
উদ্দীপকঃ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
জনাব লাবির মসৃন ত্বকের জন্য এন্টি-এজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে।
Q.
জনাব লাবিবের ক্রিম তৈরিতে প্রযুক্তি কোনটি?
বায়োইনফরমেটিক্স
বায়োমেটিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উদ্দীপকঃ
বিজ্ঞানী সুমন ও ডাঃ শেফা যথাক্রমে আণবিক স্কেলের প্রযুক্তি এবং সিমুলেটেড সার্জারি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন।
Q.
বিজ্ঞানী সুমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় কোনটি?
ন্যানোটেকনোলজি
রোবটিক্স
বায়োমেট্রিক্স
Q.
জীবানুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়?
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
রোবট
ক্রায়োসার্জারি
উদ্দীপকঃ
নিচের উদ্দীপকটি পড় এবং ২ টি প্রশ্নের উত্তর দাও:
বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি' উৎপাদনসহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
Q.
উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি কী?
কৃত্রিম বুদ্ধিমত্তা
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
রোবটিকস
Q.
প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে-
- মজবুত
- টেকসই
- ভারি
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i,ii ও iii
উদ্দীপকঃ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
মিঃ রাজিবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটা-চলা এবং স্পর্শানুভতি রয়েছে। তিনি টিউমার অপারেশনে ক্রায়োজনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন।
Q.
মিঃ রাজিবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়?
ব্যাক্তির স্বাক্ষর শনাক্তকরণে
নতুন জাতের বীজ উৎপাদনে
টেনিস বলের আকৃতি তৈরিতে
