HTML এর ধারণা
বর্তমানে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে। পৃথিবীর এক প্রান্তের তথ্য ইন্টারনেট ব্যবহার করে সারা বিশ্বের মানুষ জানতে পারে। এই সব তথ্য উপস্থাপন করা হয় ওয়েব পেইজ বা ওয়েব সাইটের মাধ্যমে। একটি ওয়েব সাইটে এক বা একাধিক ওয়েব পেইজ থাকতে পারে। HTML (Hyper Text Mark up Language) ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করা হয়। ওয়েব সাইট তৈরি করে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার জন্য বিশ্বের বিভিন্ন ওয়েব সার্ভারে সংরক্ষণ করা হয়। এ অধ্যায়ে ওয়েব ডিজাইন পরিচিত ও HTML সম্পর্কে আলোচনা করা হলো।
HTML এর ধারণা:
ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজ করার জন্য বিভিন্ন ওয়েব সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেইজ বলে। আর এ ওয়েব পেজগুলো ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। ইন্টারনেটে ব্যবহারযোগ্য এসব ওয়েব পেইজকে সাধারণত HTML দ্বারা লিখা হয়। HTML এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language. এটি কোন প্রোগ্রামিং ভাষা নয়। এটি একটি Markup Language যা এক সেট markup ট্যাগের সমন্বয়ে গঠিত। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কীভাবে প্রদর্শিত হবে তা HTML এ markup ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয়। বৈজ্ঞানিক গবেষণার তথ্য, উপাত্ত দ্রুত পৃথিবীর বিভিন্ন স্থানে আদান-প্রদানের উদ্দেশ্যে টিম (Tim Berners Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে জেনেভায় অবস্থিত CERN এ কাজ করার সময় HTML আবিষ্কার করেন। সর্বপ্রথম মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। ১৯৯৭ সালে W3C কর্তৃক HTML 3.2 প্রকাশিত হয় এবং একই বছর HTML 4.2 প্রকাশিত হয়। ২০১৪ সালে প্রচলিত HTML এর সর্বশেষ ভার্সন HTML 5 প্রকাশিত হয় ।
টিম জন বার্নাস লি
টিম জন বার্নাস লি (ইংরেজি: Tim Berners-Lee) (জন্ম: জুন ৮, ১৯৫৫) এবং Tim BL নামেও যিনি ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন-এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (world wide web) তৈরি করেন। সেটা থেকে শুরু করে ওয়েবের সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উদাহরণস্বরূপ, তিনি মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরিতে ভূমিকা রাখেন যার মাধ্যমে ওয়েবপেজ অলঙ্করণ বা কম্পোজ করা হয়। সাম্প্রতিক সময়ে তিনি সেমান্টিক ওয়েব তৈরিতেও উৎসাহ প্রদান করেছেন।
আজকের ওয়েব পদ্ধতি থেকে এটি অনেকটা আলাদা হলেও এদের ভিতরে যথেষ্ট মিল আছে। ১৯৮৯ সালে টিম বার্নার্স লি এনকোয়ারসহ আরো বিশদ একটি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রস্তাবনা করেন। রবার্ট কাইলিয়াউ- এর সহায়তায় ১৯৯০ সালের ১২ নভেম্বর তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আরো আনুষ্ঠানিক একটি প্রস্তাবনা প্রদান করেন।