•• ••

হেক্সাডেসিমেল যোগ

Posted on Oct 19, 2022 by Ikbal Ahmed
সংখ্যা পদ্ধতি

অক্টাল, ডেসিমেল, হেক্সডেসিমেলের যোগ একই নিয়মে করতে হয়। শুধুমাত্র বেস ভিন্ন হবে। হেক্সাডেসিমেলের সংখ্যা (০-১৫) আর বেস হচ্ছে ১৬৷

ব্যাখ্যাঃ প্রথমে, F+9=24, এখানে F মানে ১৫। যোগফল ২৪ আসছে, কিন্তু হেক্সাডেসিমেলের সংখ্যার মধ্যে ২৪ কোন সংখ্যা নেই তাই তার থেকে বেস নাম্বার (১৬) বিয়োগ করতে হবে। আসল কথা হচ্ছে ১৫ থেকে বেশি আসলেই তাকে ১৬ দিয়ে বিয়োগ করতে হবে। তাই 24-16=8 বসবে যোগফল আর হাতে থাকবে (ক্যারি) ১ যা বামপাশের সংখ্যা গুলোর সাথে যোগ হয়েছে ৷