•• ••

মোবাইল ফোন চার্জের সময় ভুলেও যা করবেন না, করলেই ক্ষতি

Posted on Jan 28, 2024 by IPIT Limited
প্রযুক্তি

বর্তমানে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা কঠিন। তথ্যপ্রযুক্তির এই যুগে একেবারে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে এই ডিভাইসটি। ফোনে কথা বলার পাশাপাশি এটি থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপসও পরিচালনা করা হয়। তাই স্মার্টফোনের দিকে খেয়াল রাখাটাও জরুরি।

তবে কেউ কেউ মোবাইল ব্যবহার করতে এমন সব ভুল করেন যাতে ফোনেরই ক্ষতি হয়। তাই সেসব ভুলের বিষয়টি খেয়াল রাখা জরুরি। তেমনই গুরুত্বপূর্ণ বিষয় হলো মোবাইল চার্জ দেয়ার ক্ষেত্রে কী কী করা যাবে আর যাবে না।


আজকে পাঠকদের জন্য সে বিষয়টিই তুলে ধরা হবে।

 


মোবাইল চার্জ দেয়ার সময় যে ভুলগুলো করবেন না


১. মোবাইল চার্জ দেয়ার সময় অবশ্যই আসল চার্জার ব্যবহার করবেন। মোবাইল ফোনের সঙ্গে আসা চার্জার ব্যবহার করা সবসময় ভালো। এতে ফোনের কোনো ক্ষতি হয় না। আপনার যদি জেনুইন চার্জার না থাকে তাহলে নির্ভরযোগ্য ব্র্যান্ডের চার্জার কিনতে পারেন। নিম্নমানের চার্জার ব্যবহার করলে ফোনের চার্জিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে।\

২. ফোনে সবসময়ই ২০ থেকে ৮০ শতাংশ চার্জ রাখতে হবে। মোবাইল ফোনকে সম্পূর্ণভাবে ডিসচার্জ হওয়া থেকে রক্ষা করতে হবে। আপনি যদি এটি করেন তবে এটি ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।

৩. মোবাইল ফোন গরম অবস্থায় কখনো চার্জে দেবেন না। এতে ব্যাটারির ক্ষতি হতে পারে। যদি আপনার ফোনটি গরম হতে থাকে তবে এটি ঠান্ডা হতে দিন এবং তারপরে চার্জ করুন।

৪. মোবাইল চার্জে থাকা অবস্থায় কখনই ফোন ব্যবহার করবেন না। কারণ চার্জ দেয়া অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে। তাই চার্জ দেয়ার পর ফোন ব্যবহার করুন।

 


মোবাইল ফোন চার্জ দেয়ার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন


১. মোবাইল ফোন সবসময় নিরাপদ জায়গায় চার্জ করুন।


২. চার্জ করার সময় মোবাইল ফোনের কোনো ক্ষতি হতে দেবেন না।

৩. মোবাইল ফোন চার্জ করার সময় কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে চার্জ করা বন্ধ করুন।