•• ••

<font> ট্যাগের ব্যবহার

Posted on Sep 28, 2023 by Md Amjat Hossain Bhuiyan
ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML

<font> ট্যাগের ব্যবহার

<font> ট্যাগ এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। এর পরিবর্তে সিএসএস (CSS) এর স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। <font> ট্যাগের সাহায্যে ওয়েব পেজে টেক্সটের কালার, সাইজ ও ফন্ট নির্ধারন করা হয়। [কিন্তু এটা বিভিন্ন বোর্ড পরীক্ষার MCQ প্রশ্নে আসছে, তাই এর ব্যবহার ও অ্যাট্রিবিউট গুলো জেনে রাখতে হবে]

<font>................................................................................</font>

Attributes (বৈশিষ্ট্য)

বর্ণনা
face ফন্টের নাম (ইংরেজি ফন্ট Times New Roman, বাংলা ফন্ট: SutonnyMj)
Size ফন্টের সাইজ (লেখায় সাইজ বড় ছোট করার জন্যে)
color

ফন্টের কালার (লেখায় রং করার জন্যে) HTML এ কালার তিন ভাবে প্রকাশ করা যায় -

১. কালারের নাম লিখে ( যেমনঃ Black, Red, Green Blue ইত্যাদি )

২. কালারের RGB (Red, Green, Blue ) ভ্যালু লিখে ( যেমনঃ Black কালারের RGB এর মান (0,0,0) এবং White কালারের RGB এর মান ( 255,255,255) )

RGB (0.0.0 ) = Black 

RGB (255.255.255 ) = White

RGB (255, 0, 0 ) = Red

RGB(0,255,0) = Green

RGB(0,0,255) = Blue

৩. কালারের হেক্সাডেসিমেল কোড লিখে (যেমনঃ Black কালারের হেক্সাডেসিমেল বা HEX কোড #000000 এবং White কালারের হেক্সাডেসিমেল বা HEX কোড #FFFFFF)

#000000 = Black

#FFFFFF = White

#FF0000 = Red

#00FF00 = Green

#0000FF = Blue