এইচটিএমএল ফরমেটিং ট্যাগসমূহ
Posted on Sep 23, 2023 by IPIT Limited
ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
এইচটিএমএল ফরমেটিং ট্যাগসমূহ
কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে বৈশিষ্ট্য মন্ডিত করাকেই ফরম্যাটিং বলা হয়। ফরম্যাটিং হলো টেক্সকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েবপেইজে ফুটিয়ে তোলার পদ্ধতি। আর HTML এ ফরম্যাটিং এর কাজ যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যটিং ট্যাগ বলে। ডকুমেন্টকে মনোরোমভাবে ওয়েবে উপস্থাপন করার জন্য এর টেক্সটকে ফরম্যাট করার প্রয়োজন হয়। টেক্সট ফরম্যাট করতে সাধারনত অক্ষর ও প্যারাগ্রাফ ফরম্যাটকে বোঝায়। অক্ষর ফরম্যাটের মধ্যে থাকে সাধারণত অক্ষর কেমন হবে ছোট না বড়, অক্ষর বাঁকা না মোটা, অক্ষরের নিচে আন্ডার লাইন হবে কি না এবং অক্ষরের কালার কেমন হবে ইত্যাদি ।
HTML -এ এই কাজগুলো করার জন্য নির্দিষ্ট কিছু ট্যাগ আছে। ফরম্যটিং ট্যাগগুলোর বর্ণনা নিচে দেওয়া হলো।
ট্যাগ | বর্ণনা |
---|---|
<b>............</b> | টেক্সটকে মোটা বা বোল্ড করে । |
<big>..........</big> | টেক্সকে বড় করে দেখায়। |
<em>...........</em> | টেক্সটকে ইম্পাসাইজড করে দেখায়। |
<i>......................</i> | টেক্সটকে বাঁকা / ইটালিক করে দেখায়। |
<small>......</small> | টেক্সটকে ছোট করে দেখায়। |
<strong>...</strong> | টেক্সটকে স্ট্রং করে দেখায়। |
<sup>...............</sup> | টেক্সটকে সুপারস্ক্রিপ্ট করে দেখায়। |
<sub>.........</sub> | টেক্সটকে সাবস্ক্রিপ্ট করে দেখায়। |
<ins>............</ins> | ইনসার্টকৃত টেক্সটকে আন্ডারলাইন করে দেখায়। |
<del>............</del> | টেক্সটের মাঝখানে দাগ টেনে সেটি ডিলিট করা হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়। |
<pre>..........</pre> | য়ার্ড প্রসেসরে যেভাবে টেক্সট লাইন ভেঙে ভেঙে সাজিয়ে লিখি সেভাবে কোডে লিখলে এই ট্যাগটি অনুরূপভাবেই প্রদর্শন করে। |
<s>.................</s> | টেক্সটের মাঝখানে দাগ টেনে দেয় |
<u>................</u> | টেক্সটকে আন্ডারলাইন করে দেখায়। |