•• ••

সি ভাষায় সমীকরণ লিখার নিয়ম

Posted on Sep 12, 2023 by IPIT Limited
সি প্রোগ্রামিং

সি ভাষায় সমীকরণ লিখার নিয়ম

আমরা নরমালি সমীকরণ যেভাবে লিখি সি ভাষায় একটু অন্য রকম তাহলে দেখে নেই সি ভাষায় কীভাবে লিখতে হয়-

গানিতিক এক্সপ্রেশন সি ভাষায় লিখার নিয়ম
pq+rn p/q + pow(r, n)
ax² + bx + c a*x*x + bx + c
s(s-a)(s-b)(s-c) sqrt(s*(s-a)*(s-b)*(s-c))
d=b2+4ac2a d = sqrt((b*b) - (4*a*c))/ (2*a)
if (x = y) if ( x == y)
if (x + y) if (x = y)
if ( x ≤ y) if (x <=y)
if (x ≥y) if (x >= y)

 

উদাহরণ-১: যদি a=10, b=20, c=30 এবং d=5 হয়, তাহলে নিচের এক্সপ্রেশনগুলোর মান বের কর ।

a+b*c/d 10+20*7/2

= 10+140/2

= 10+70

= 80

উদাহরণ-২: যদি a=10, b=20, c=30 এবং d=5 হয়, তাহলে নিচের এক্সপ্রেশনগুলোর মান বের কর ।

a+(a*b-(c%d)/2)*3-(c-d+(a-b))

= 10+(10*20-(30%5)/2)*3-(30-5+(10-20))

= 10+(200-0/2)*3-(30-5-10)

= 10+(200-0)*3-(25-10)

= 10+200*3-15

= 10+600-15

= 610-15

= 595