•• ••

ডেটা ট্রান্সমিশন মোড

Posted on Sep 10, 2023 by IPIT Limited
নেটওয়ার্কিং

ডেটা ট্রান্সমিশন মোড

ডেটা কমিউনিকেশনের সময় উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে ৷

ডেটা চলাচলের দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-

  • সিমপ্লেক্স মোড (Simplex Mode) 
  • হাফ ডুপ্লেক্স মোড ( Half - Duplex Mode)
  • ফুল ডুপ্লেক্স মোড (Full - Duplex Mode)

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :-

  • ইউনিকাস্ট মোড (Unicast Mode) 
  • ব্রডকাস্ট মোড (Broadcast Mode)
  • মাল্টিকাস্ট মোড (Multicast Mode) 

ডেটা চলাচলের দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোড

১. সিমপ্লেক্স মোডঃ যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা শুধুমাত্র একদিকে স্থানান্তর করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। 

এ পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায় এবং প্রাপক ডেটা গ্রহণ করে।

যেমনঃ চিত্রে A থেকে B এর দিকে ডেটা পাঠানো যাবে কিন্তু B থেকে A এর দিকে ডেটা পাঠানো যাবে না।

উদাহরণঃ রেডিও, টিভি, কম্পিউটার থেকে প্রিন্টারে, কী বোর্ড থেকে কম্পিউটারে ইত্যাদি।

 

২. হাফ-ডুপ্লেক্স মোডঃ যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা প্রেরক এবং প্রাপক উভয় দিক থেকে প্রেরণ করা যায় কিন্তু তা একই সময়ে প্রেরণ করা যায় না তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।

যেমনঃ চিত্রে A থেকে B তে ডেটা প্রেরণ করা যাবে এবং B থেকেও A তে ডেটা প্রেরণ করা যাবে কিন্তু তা একই সময়ে যাবে না।

চিত্র : হাফ-ডুপ্লেক্স মোড

উদাহরণঃ ওয়াকিটকি

 

৩. ফুল-ডুপ্লেক্স মোডঃ যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা একই সময়ে উভয় দিক থেকে প্রেরণ করা যায় তাকে ফুল- ডুপ্লেক্স মোড বলে।

যেমনঃ চিত্রে A থেকে B তে ডেটা প্রেরনের সময় B থেকে A এর দিকেও ডেটা একই সাথে প্রেরণ করা যাবে। উদাহরণঃ মোবাইল, টেলিফোন ইত্যাদি।

চিত্র : ফুল-ডুপ্লেক্স মোড

 

সিমপ্লেক্সে, হাফ ডুপ্লেক্স এবং ফুল-ডুপ্লেক্স-এর মধ্যে পার্থক্য: নিচে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল-ডুপ্লেক্স মোডসমূহের মধ্যে তুলনা:

বিষয়বস্তু সিমপ্লেক্স (Simplex ) হাফ-ডুপ্লেক্স (Half-duplex) ফুল-ডুপ্লেক্স (Full-duplex)
সংজ্ঞা এ পদ্ধতিতে শুধু এক দিক থেকে ডেটা প্রেরণ করে এবং অপর প্রান্ত থেকে কেবল ডেটা গ্রহণ করে। এ পদ্ধতিতে ডেটা প্রেরণ কিংবা গ্রহণ করতে পারে, কিন্তু প্রেরণ এবং গ্রহণ একই সময়ে একসাথে করা যায় না। এ পদ্ধতিতে ডেটা স্থানাভারের ক্ষেত্রে উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়।
ডোটা প্রবাহ ডেটার কেবল একমুখী প্রবাহ সম্ভব। ডেটার উভয়মুখী প্রবাহ সম্ভব হলেও তা একই সময়ে সম্ভব নয়। যে কোনো সময় ডেটার যে কোনোমুখী প্রবাহ সম্ভব।
উদাহারণ রেডিও, টেলিভিশন, কীবোর্ড, পিএবিএক্স, পেজার সিস্টেম ইত্যাদি। ওয়াকিটকি, ফ্যাক্স, SMS প্রেরণ, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি। টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন ইত্যাদি।

 

 

 

 

 

 

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। যথা :-

  •  ইউনিকাস্ট মোড (Unicast Mode)
  • ব্রডকাস্ট মোড ( Broadcast Mode)
  • মাল্টিকাস্ট মোড (Multicast Mode)

১. ইউনিকাস্ট মোডঃ যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট মোড বলে।

এক সাথে একাধিক প্রাপক ডেটা গ্রহণ করতে পারে না। যেমনঃ মোবাইল, টেলিফোন, এসএমএস ইত্যাদি।

চিত্রে A কোনো ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে।

ইউনিকাস্ট ট্রান্সমিশন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল-ডুপ্লেক্স মোড হয়ে থাকে।

২. ব্রডকাস্ট মোডঃ যে ট্রান্সমিশন পদ্ধতিতে কোনো প্রেরক কম্পিউটার হতে ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল প্রাপক তা গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট মোড বলে ।

উদাহরণঃ টেলিভিশন, রেডিও সম্প্রচারের পদ্ধতি। টেলিভিশনে কোনো মুভি সম্প্রচার করলে তা সকলেই উপভোগ করতে পারে।

চিত্রে A নোড থেকে কোনো ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অর্ন্তভুক্ত সকল নোডই (B, C, D) গ্রহণ করতে পারবে।

৩. মাল্টিকাস্ট মোডঃ যে ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা ট্রান্সমিট হলে তা কেবল অনুমোদিত নোড বা নোডসমূহ (প্রাপক) গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট মোড বলে।

এ পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত যেকোনো নোডকে ডেটা গ্রহণ থেকে বাদ দেয়া যায়। যেমনঃ ভিডিও কনফারেন্সিং এ অংশগ্রহণরত ব্যক্তিদের মধ্যে কেবল নির্দিষ্ট সংখ্যক অনুমোদিত ব্যক্তিরা ছাড়া অন্যরা সুযোগ পায় না।

চিত্রে A থেকে ডেটা B, D এর কাছে যাবে কিন্তু C এর কাছে যাবে না, কেননা সে অনুমোদিত নয় ।