•• ••

কম্পিউটারে HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি (Windows 7)

Posted on Jun 18, 2023 by Ikbal Ahmed
ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
কম্পিউটারে HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি (Windows 7)

কাগজে কলমে তো সবাই পড়ে, কিন্তু এখন আমরা দেখব কিভাবে কম্পিউটারে HTML নিয়ে কাজ করতে হয়। যাদের বাসায় নিজস্ব কম্পিউটার আছে তারা অবশ্যই চেষ্টা করবেন। আমি Windows 7 ব্যবহার করছি তাই নিচের পদ্ধতি windows 7 এর জন্য।

⚡ ধাপ-1: এক কিবোর্ড এর Start বাটনে ক্লিক করে অথবা বামের দিকে নিচের কর্নারে একটা গোল বাটন আছে, ওইটাতে ক্লিক করলে খালি ঘরে notepad লিখলে নিচের চিত্রের মতো notepad সফটওয়্যার টি দেখা যাবে এখন এটাতে ক্লিক করুন।

⚡ ধাপ-2:Notepad নামের উপর ক্লিক করলে সফটওয়্যারটি চালু হবে এবং এর মধ্যে HTML লিখতে হবে।

 

⚡ ধাপ-3: এখন Notepad সফটওয়্যার এর উপরের দিকে মেনুবার থেকে ফাইলে(File)  ক্লিক করে সেভ(Save) অপশনে ক্লিক করলে নিচের চিত্রের মতো আরেকটি উইন্ডো আসবে । যেখানে খালিঘর থাকবে সেখানে ফাইল এর নাম লিখতে হবে । আমি ফাইলের নাম দিয়েছি example এবং পরে .html দিতে হবে যাকে বলা হয় এক্সটেনশন। তাহলে সম্পূর্ণ ফাইলে নাম হবে  example.html । এখন বামদিকে Desktop অপশন এ ক্লিক করে save বাটনে ক্লিক করলে কাজ শেষ।

⚡ ধাপ-4: ফাইলটা সেভ করলে নিচের মত ডেস্কটপে(Desktop) ফাইলটি দেখাবে তারপর ফাইল এর মধ্যে ডাবল ক্লিক করলে ব্রাউজার আউটপুট দেখা যাবে ।